Voice
Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it.ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন, না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে।
অথবা
Voice হলো verb এর গঠন যার দ্বারা subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার ওপর এসে পড়ে।
Types of voice:
There are two types of voice:- Active voice.
- Passive voice.
Active voice:
যে sentence এ subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে সে sentence এ verb এর Active voice হয়।Structure:
Subject + verb + object.
Example: I do the work.
Passive voice:
যে sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence এ verb এর passive voice হয়।Structure:
Object + be verb + verb এর past participle+ by+ subject.
Example: The work is done by me.
Active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম:
Rule 1:a) Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
b) Active voice এর object টি passive voice এর subject এ রুপান্তর হয়।
c) মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary verb/be verb হয়।
Rule 2:
Indefinite tense:
a) Present indefinite – am, is, are.
b) Past indefinite – was, were.
c) Future indefinite – shall be, will be.
Continuous tense:
a) Present Continuous- am being, is being, are being.
b) Past Continuous – was being, were being
c) Future Continuous - shall be being, will be being.
Perfect tense:
a) Present Perfect – has been, have been.
b) Past Perfect- had been.
c) Future Perfect- shall have been, will have been.
No comments
Post a Comment